Type Here to Get Search Results !

টাংগুয়ার হাওরে হাউজ বোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে,

টাংগুয়ার হাওরে হাউজ বোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, নিউজের এই হেডলাইনে ঘাটতি আছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো। এটা মুলত ওয়াচ টাওয়ারে হাউজবোটগুলো নোঙর করতে নিষেধ করা হয়েছে। এবং পুরো হাওর ট্রিপে ওয়াচ টাওয়ার যাওয়া হয় মাত্র ০১ ঘন্টার জন্য। ওয়াচ টাওয়ার ছোট একটি এরিয়া। সকল নৌকাগুলো একসাথে ওয়াচ টাওয়ারে পার্কিং করার ফলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই অনেক সময় ওয়াচ-টাওয়ার এলাকার সৌন্দর্য সকলেই স্বাধীন ভাবে উপভোগ করতে পারে না। তাই পর্যটকদের সুন্দরভাবে হাওর ভ্রমনের কথা বিবেচনা করে প্রশাসন ওয়াচটাওয়ার এলাকায় নৌকা নোঙর করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে যাওয়া নিষিদ্ধ করা হয় নাই। আর হ্যাঁ ওয়াচ টাওয়ারে ডিরেক্ট হাউসবোট ভীড়বে না এই প্রপোজাল হাউসবোট মালিকরাই গত বছর দিয়েছিল। এর কারণ ছিল হিজল বন যাতে করে ধ্বংস না হয় এবং লোকাল কমিউনিটির ইনকাম সোর্স যাতে সঠিক থাকে। এতদিন পর এটাকে নির্দেশনা হিসেবে জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং এতে হাউজবোট মালিক হিসেবে আমি অবশ্যই খুশি। তবে হ্যাঁ এই নির্দেশনা কার্যকর করতে হলে ওয়াচ টাওয়ার এলাকায় জেলা প্রশাসন তরফ থেকে অবশ্যই কর্মী নিয়োগ দিতে হবে। আমাদের হাউজবোটগুলো ওয়াচটাওয়ার থেকে কিছুটা দুরে নোঙর করবে ছোট নৌকার মাধ্যমে টুরিস্টরা ওয়াচ টাওয়ার ঘুরে আসবে । আগেও হাউজবোট ওয়াচ টাওয়ার নোঙর করলেও সবাই ছোট নৌকা দিয়ে ঘুরে, ছোট বাচ্চাদের গান শুনে বেশী মজা পেতো। এতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। টাংগুয়ার হাওর ট্রিপে আমাদের হাউজবোট গুলো নিয়মিতই চলছে এবং চলবে... ইনশাআল্লাহ!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad