বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক ভিনধর্মী যুবক। ওই মহিলার আবার দুই কন্যাসন্তানও রয়েছে, যাদের মধ্যে একজনের আবার চলতি বছরেই বিয়ে। বছর পয়ত্রিশের ওই যুবতীর সম্পর্ক তৈরি হয়েছিল বয়সে ছোট এক যুবকের সঙ্গে।
📰 পটনা: মেয়ের বিয়ের আগে মায়ের প্রেমিকসহ হাতেনাতে ধরা!
বিহারের পূর্ণিয়ায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা—
এক বিবাহিত নারী, দুই কন্যাসন্তানের মা, গোপনে তিন বছর ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক বয়সে ছোট ভিনধর্মী যুবকের সঙ্গে।
সম্প্রতি রাতে প্রেমিককে ডেকে নিজের বাড়িতেই ঘরে সময় কাটাচ্ছিলেন তিনি। ঠিক তখনই স্বামী হঠাৎ ফিরে এসে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন।
এরপর শুরু হয় ধুন্ধুমার কাণ্ড।
স্বামী ও গ্রামবাসীরা মিলে যুবককে গাছে বেঁধে মারধর করেন।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।